ঝাড়গ্রাম: জামিনে ছাড়া পেয়ে জেল থেকে বেরোনোর সময় এক যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে পথ অবরোধ, উপস্থিত মন্ত্রী
ঝাড়গ্রাম জেলা বিশেষ সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে ঝাড়গ্রাম শহরের বাসিন্দা সুপ্রিয় রায় নামের এক যুবক বেরোনোর সময় তাঁকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। প্রতিবাদে শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় ঝাড়গ্রাম বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক প্রায় দু'ঘন্টা ধরে অবরোধ চালায় এলাকার মানুষজন। ঘটনাস্থলে পৌঁছায় বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। পরে ঝাড়গ্রাম থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে।