গোসাবা: গোসাবার বালিতে,বালি ১নং GP এলাকার BLO দুই দের সংবর্ধনা দেওয়া হলো অঞ্চল তৃণমূলের উদ্দ্যোগে শুক্রবার সন্ধ্যায়
গোসাবা ব্লকের বালি ১নং গ্রাম পঞ্চায়েত এলাকার ১২জন বি এল ও ২দের কে সংবর্ধনা দেওয়া হলো শুক্রবার সন্ধ্যায়।মূলত এই গ্রাম পঞ্চায়েতের ১২জন BLO ২ রা দিদির দূত রাজনৈতিক apps এর মাধ্যমে এই বালি ১নং গ্রাম পঞ্চায়েতের ১০০শতাংশ ভোটারের নাম ,ঠিকানা এবং অবস্থান নির্ণয় করতে সক্ষম হয়েছেন।তাই গোসাবা ব্লক তৃণমূলের নির্দেশে বালি ১নং অঞ্চল তৃণমূলের উদ্দ্যোগে শুক্রবার সন্ধ্যায় বালিতে দলীয় কার্যালয়ে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।