রঘুনাথপুর ২: বড়রা হাইস্কুলে বড়রা অঞ্চল BJPর সম্মেলন ও প্রশিক্ষণ শিবির, উপস্থিত বিধায়ক সহ অন্যান্যরা
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২ব্লকের বড়রা অঞ্চল বিজেপির সম্মেলন ও SIR নিয়ে BLA-2দের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বড়রা অঞ্চল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।উপস্থিত হয়েছিলেন এলাকার তথা পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি সহ বিজেপি নেতা বিকাশ ব্যানার্জী, চরণ বাউরি,অসীম চ্যাটাজী,দীনবন্ধু চক্রবর্তী শীতল নাগ, দুই মন্ডল সভাপতি সঞ্জয় বাস্কে ও বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্যরা।