ভাতার: ভাতারের ভূমশোড় গ্রামে SIR আতঙ্কে মৃত পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ
ভাতারের ভূমশোড় গ্রামে SIR আতঙ্কে মৃত পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। তিনি শনিবার ৯ টা ৩০ মিনিটে সংবাদ মাধ্যমকে জানালেন বিজেপি কেবলমাত্র ভোট চাইতে মানুষের পাশে আসেন বাকি সময় তাদের দেখা মেলে না। গোটা রাজ্যে SIR আতঙ্কে বেশ কিছু মানুষ মারা গেছেন। সেরকমই অভিযোগ আনলো ভাতারের ভূমশোড় গ্রামের একটি পরিবার । তাদের অভিযোগ SIR আতঙ্কে মারা গেলেন মাসতুরা খাতুন, বয়স ৪০।