কোচবিহার ১: কোচবিহারের ঐতিহ্যবাহী রাসচক্র হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের অন্যতম নিদর্শন, রাস উৎসবে এসে বললেন RKS সদস্য
সর্বধর্মের সমন্বয়ের নিদর্শন কোচবিহারের রাসচক্র, সেটা যাতে বজায় থাকে রাজ উৎসবে এসে বললেন রোগী কল্যাণ সমিতির সদস্য। উল্লেখ্য বুধবার রাসচক্র ঘুরিয়ে কোচবিহারের ঐতিহ্যবাহী রাস মেলার শুভ সূচনা করেন কোচবিহার জেলা শাসক রাজু মিশ্রা। এদিন এই রাসউৎসবের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ,পুলিশ সুপার সন্দীপ কাররা,পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, রোগী কল্যাণ সমিতির সদস্য তথা তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিতদের ভৌমিক সহ অন্যান্যরা।