পুরুলিয়া ১: মদ খেয়ে গাড়ি চালানোর বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে শিমুলিয়া মোড়ে টান্মা খানার পুলিশ
অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এদিন টামনা থানার পুলিশ শিমুলিয়া, মোড়ে বিশেষ করে এই অভিযানে দেখা হচ্ছে গাড়ির চালকদের তারা মধ্যব্য অবস্থায় গাড়ি গাড়ি চালাছে কিনা এবং জরিমানাও করা হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেই চিত্র তুলে ধরা হলো আজকে প্রতিবেদনে