শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরে গাজন মেলা উপলক্ষে সারা মাস ধরে দূরদূরান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে তারকেশ্বর মন্দিরে। আজ প্রথা মেনে সন্ন্যাসীদের মহাহব্বাসি রাত্রি আটটায় আদেশ দেওয়া হয় তারকেশ্বর মন্দিরের গদির দেওয়ানের তরফ থেকে। সন্ধের সময় তারকেশ্বর মন্দিরের মহন্ত মহারাজ জি কে রাজবাড়ী থেকে পালকি করে নিয়ে যাওয়া হয় মন্দিরে । মন্দিরে ভোলানাথ কে দর্শন এর পাশাপাশি মোহন্ত মহারাজ জিকে দর্শন ও দেখতে ভিড় জমাই বহু তীর্থযাত্রী ।