আড়শা: সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আড়শা পূর্ব আঞ্চলিক কমিটির ২য় সম্মেলন ধাদকিডি গ্রামে
Arsha, Purulia | Nov 2, 2025 সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আড়শা পূর্ব আঞ্চলিক কমিটির ২য় সম্মেলন অনুষ্ঠিত হল আড়শার চাটুহাঁসা অঞ্চলের ধাদকিডিতে। রবিবার সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব বিলাসী বালা সহিস, জেলা সভানেত্রী ছবি মাহাতো সহ অন্যান্যরা। সম্মেলন থেকে নতুন সম্পাদিকা নির্বাচিত হলেন যমুনা মাঝি, সভানেত্রী হয়েছেন নমিতা মাহাতো।