মঙ্গলবার আনুমানিক সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুরে রামচন্দ্রপুর GP এলাকার প্রাথমিক বিদ্যালয় গুলির ( ছাত্র ও ছাত্রীদের নিয়ে) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নন্দনপুরে।
মেজিয়া: রামচন্দ্রপুর GPএলাকার প্রাথমিক বিদ্যালয় গুলির (ছাত্র-ছাত্রীদের নিয়ে)বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নন্দনপুরে - Mejhia News