হলদিয়া: ব্রেকফাস্ট হবে কাল তারপর লাঞ্চ,বিকালে চা তারপর ডিনার,১৪ই ফেব্রুয়ারি কমপ্লিট ভোটার সংশোধন নিয়ে শুভেন্দু মন্তব্য হলদিয়া
SIRGAVE ভোটার কার্ড সংশোধন নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য ব্রেকফাস্ট হবে কাল তারপর লাঞ্চ, বিকালে চা পান তারপর ডিনার, ১৪ই ফেব্রুয়ারি কমপ্লিট। মাইক্রো অবর্জাভার না থাকলে, ওয়েবকাষ্ট্রিন কেমেরা না থাকলে শুষ্ঠভাবে হতে পারে না হলদিয়া বললেন রাজ্যের বিরোধীদল নেতা। স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্ত ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে হলদিয়া টাউনশিপ শোভাযাত্রা, মূর্তি উন্মোচন করা হয় সোমবার। উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন।