এগরা ১: পানিপারুল স্পোর্টস একাডেমির উদ্যোগে সাত দিনের ফুটবল ফাইনাল প্রতিযোগিতার আয়োজন উপস্থিত বিধায়ক
এগরা পানিপারুলে জমজমাট ৭ দিনের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হলো আজ খেলা ঘিরে উত্তেজনাও দর্শকদের বিপুল ভিড় লক্ষ্য করা যায় দুই দলের মধ্যে তুমুল লড়াই শেষে খেলা গোলশূন্যভাবে শেষ হয় ছিনিয়ে নেয়া তরুণ সংঘ চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকার পুরস্কার ট্রফি দেওয়া হয় রানার্স আমরা কজন ক্লাবকে দেওয়া হয় ৭৫ হাজার টাকা উপস্থিত ছিলেন এগ্রার বিধায়ক তরুন মাইতি সহ অন্যান্য