মাথাভাঙা ২: রুনিবাড়ি সংলগ্ন এলাকায় নিউ মদনমোহন বাড়ির রাস মেলার শুভ উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
মাথাভাঙা দুই নম্বর ব্লকের রুনিবাড়ি সংলগ্ন এলাকায় বুধবার সন্ধ্যা সাতটা তিরিশ নাগাদ নিউ মদনমোহন বাড়ির রাস মেলার শুভ উদ্বোধন করলেন মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন নিশিগঞ্জ ২নং গ্রাম পঞ্চায়েতে প্রধান নিরেন রায় সরকার সহ অন্যান্যরা।মেলা আয়োজক কমিটির সদস্যরা জানান অন্যান্য বছরের মত এবছরও প্রথাগত রিতীনিতি মেনে পুজার্চনা করে রাসমেলার শুভ উদ্বোধন হল।নির্বিঘ্নে মেলা সম্পন্ন করতে সবরকম চেষ্টা করা হয়েছে।বিভিন্ন এলাকার দর্