ঝাড়গ্রাম: নেদাবহড়ায় আয়োজিত হল গরু খুঁটান ও ফুটবল টুর্নামেন্ট
জঙ্গলমহলের মানুষজন মেতে উঠেছিল বাঁদনা পরবে। বাঁদনা পরবের সবচেয়ে বড় অংশ হলো গরু খুঁটান। গরু খুঁটান ধারাবাহিকভাবে বেশ কয়েকদিন ধরে উদযাপিত হয় জঙ্গলমহলের একাধিক গ্রামে। বুধবার বিকেলে ঝাড়গ্রাম ব্লকে নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের কলাবনি এলাকায় স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় গরু খুঁটান ও ফুটবল প্রতিযোগিতা। এলাকার যুবকদের ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়াতেই ফুটবল প্রতিযোগিতা হয় বলে জানা গিয়েছে।