বারাসাত ১: জগদ্ধাত্রী পূজা উপলক্ষে প্রায় চার হাজারের অধিক মানুষের জন্য নর নারায়ন সেবার আয়োজন বামনগাছি কুলবেড়িয়ায়
২৮ তম বর্ষ শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ধর্মীয় ভেদাভেদ কে দূরে ঠেলে প্রায় চার হাজারেরও অধিক মানুষের জন্য নরনারায়ন সেবা আয়োজন করল বামনগাছি কুলবেড়িয়া অধিবাসীবৃন্দ যুব কল্যাণ সমিতি, পুজোর কয়েকটি দিন একাধিক সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে এই পুজো কমিটি কখনো বিদ্যুতের হাতে লাঠি তুলে দিয়ে খুদে পড়ুয়াদের হাতে পড়াশুনোর সামগ্রী তুলে দিয়ে আবার কখন