সাত সকালেই বজ্রবিদ্যুত সহ প্রবল ঝড় বৃষ্টির জের বজ্রপাতে বলি এক যুবক। ঘটনা তারকেশ্বর গ্রাম পিয়াসারা এলাকায় মৃত যুবকের নাম লক্ষণ মালিক(26) স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে এদিন খুব সকালে কৃষি জমিতে কৃষি কাজ করছিল ওই যুবক আবহাওয়ার পরিবর্তন হতে দেখেই বাড়ি ফেরার চেষ্টা করে সেই সময় হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি। আহত হয়ে লুটিয়ে পড়ে রাস্তায় ওই যুবক সেই সময় অনেকেই কৃষি জমি থেকে বাড়ি ফিরছিলেন, আর সেখানেই দুর্ঘটনার বলি হয়, লক্ষণ মালিক ।