ক্যানিং ২: 'ISF এর ছাত্র সমাবেশ সুপার সুপার ফ্লপ ছাত্র জনতা নাকি বৃদ্ধ জনতা' কটাক্ষ শওকত মোল্লার
আজ অর্থাৎ শুক্রবার রাত নটা নাগাদ ISF ছাত্র সমাবেশে নিয়ে মুখ খুললেন শওকত মোল্লা। ছাত্র সমাবেশ সুপার সুপার ফ্লপ বলে দাবি করলেন তিনি এছাড়াও তিনি বলেন সভা মঞ্চে নওশাদ এর পাশে যে লোকটা দাঁড়িয়ে ছিল সে একটা গাঁজা খোর। তিনি বলেন বিজেপি বিধায়ক যে এলাকাগুলোতে আছে সেখানে গিয়ে একটা কথা বলে না নওশাদ।