ভাঙড় ১: ভাঙ্গড়ে কাইজার ও আরাবুলের হাত মেলানো এবং প্রেস কনফারেন্স,এবিষয়ে বিস্ফোরক শওকাত ঘনিষ্ঠ তৃণমূল নেতা আহসান মোল্লা
ভাঙ্গড়ে কাইজার ও আরাবুল একত্রিত হয়ে শওকত মোল্লার বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করলেন, ভাঙ্গড় থেকে না তাড়ানো পর্যন্ত তারা ক্ষান্ত হবেন না বলে জানান,আর এই বিষয়ে শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ এবার মুখ খুললেন ভাঙ্গড় একের তৃণমূল নেতা আহসান মোল্লা। শওকত মোল্লা নয়,সরাসরি তাদের সাথে মোকাবেলা করার জন্য চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি।