নতুন বছরের প্রথম দিনে খাতা পুজো করাতে তারকেশ্বর মন্দিরে ভিড় ব্যবসায়ীদের। লক্ষ্মী-গণেশ সহ নতুন খাতা নিয়ে তারকেশ্বর মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালতে প্রচুর ভক্ত সমাগম হয়েছে সকাল ৯টা থেকেই। মহাদেবের চরণে জল, দুধ, বেলপাতা, ফুল, ধূপ, মোমবাতি সহযোগে শ্রদ্ধা নিবেদন করছেন ভক্তরা।