জোরবাংলো-সুখিয়াপোখরি: পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিকে মুছে দিতে চায় TMC, দুর্নীতিতে জড়িত TMC ও BGPM; দার্জিলিঙে বললেন মহকুমা কমিটির GS
পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিকে মুছে দিতে চায় তৃণমূল। তাই পৃথক রাজ্যের দাবিকে বাঁচিয়ে রাখতে হবে। শনিবার সন্ধে ৬টা নাগাদ দার্জিলিঙে GNLF কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বলেন দলের দার্জিলিং মহকুমা কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ লিম্বু। তিনি আরও বলেন, তৃণমূল ও তার সহযোগী BGPM-র নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত, পাহাড়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে।