জোরবাংলো-সুখিয়াপোখরি: বংবস্তি এলাকায় আন্তর্জাতিক মিউজিয়াম ডে পালন
আন্তর্জাতিক মিউজিয়াম ডে পালন করল বং লেপচা গুম্ফা। শনিবার সন্ধ্যে ৬ টা নাগাদ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে পালন করা হয় বংবস্তি এলাকায়। এই অনুষ্ঠানে মূলত লেপচা জনজাতির মানুষদের বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়। এছাড়াও লেকচার জনজাতির মানুষদের ব্যবহৃত পোশাক-আশাক তাদের জীবনযাত্রা তাদের ব্যবহৃত জিনিসগুলি এই প্রদর্শনীতে তুলে ধরা হয়। এদিন এই প্রদর্শনীতে পাহাড়ির বিভিন্ন এলাকা থেকে প্রচুর লেপচা জনজাতির মানুষ উপস্থিত হয়।