জোরবাংলো-সুখিয়াপোখরি: সোনাদা এলাকায় শহীদ টাসি ভুটিয়ার বেদিতে খাদা অর্পণ করলেন বিধায়ক নিরজ তামাং জিম্বা
পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের আন্দোলন করতে গিয়ে ২০১৭ সালের ৭ জুলাই শহীদ হয়েছিলেন গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট দলের অন্যতম সক্রিয় নেতা টাসি ভুটিয়া। রবিবার বিকেল ৫ টা নাগাদ সোনাদা এলাকায় টাসি ভুটিয়ার শহীদ বেদীতে খাদা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন দার্জিলিং এর বিধায়ক নিরজ তামাং জিম্বা। এদিন তিনি বলেন দলের শহীদদের কোনদিনও ভুলি নাই ভুলবো না।