ভোটের মুখে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতিকে গ্রেপ্তার তারকেশ্বরে । উদ্ধার একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ। অভিযুক্তের নাম সৌরভঘোষাল ওরফে ছোটকা বাড়ি তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকায়। পুলিশজানিয়েছে একাধিক অভিযোগে অভিযুক্ত সৌরভ ঘোষাল কিছুদিন আগে জেল থেকে ছাড়া পায়। গতকালরাতে পুলিশগোপন সূত্রে খবর পায় বিনোগ্রাম এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল সৌরভ। এরপরেই তারকেশ্বর থানার একটি বিশেষ প্রতিনিধি দল হানা দেয় বিনোগ্রামএলাকায় সেখানে গ্রেপ্তার করা সৌরভ কে।