ভগবান শ্রীবিষ্ণুর অবতার মর্যাদাপুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথিতে বর্ণাঢ্য শোভাযাত্রা। যার পরিচালনায় শ্রীরামনী উদযাপন সমিতি পক্ষ থেকে এই শোভাযাত্রা তারকেশ্বর হনুমান ঘাট দুধ পুকুরের পশ্চিমপাড় থেকে তারকেশ্বর শহর জুড়ে বহু মানুষ এই শোভাযাত্রায় পা মিলিয়েছে । পাশাপাশি পুলিশি ব্যবস্থা চোখে পড়ার মতন ছিল । এই শোভাযাত্রায় জয়কৃষ্ণবাজার এলাকায় সমস্ত অংশগ্রহণকারী কে জলের বোতল ও গুড় বাতাসা তুলে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেন্টু দাস ।