কৃষ্ণনগর ১: নবদ্বীপে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা, কৃষ্ণনগর থেকে প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের
নবদ্বীপে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয় লক্ষ্য করে হামলার অভিযোগ উঠল। ওই গাড়িতে ইট ও লাঠি দিয়ে একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপির দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আগেই বেরিয়ে এসেছিল বলে জানা গিয়েছে। এই হামলার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।