মগরাহাট ২: কলস এলাকার এক নাবালিকা নিখোঁজ নিখোঁজ ওই নাবালিকার পরিবার মগরাহাট থানা দারস্থ হয়
মগরাহাট থানার অন্তর্গত কলস এলাকার এক নাবালিকা নিখোঁজ নিখোঁজ ওই নাবালিকার পরিবারের লোকজন বহু জায়গায় খোঁজাখুঁজি করেও ওই নাবালিকার কোন সন্ধান না মেলাতে অবশেষে মগরাহাট থানায় একটি নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে মগরাহাট থানার পুলিশ।