তারকেশ্বর থানার সন্তোষপুর অঞ্চলের অন্তর্গত তেগরি শীতলা মাতা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল বাসন্তী পূজা। আজ মহা অষ্টমীর পূজার বিশেষ পূজা অর্চনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো বাসন্তী পূজার অনুষ্ঠান তেঘরী শীতলা মাতা ক্লাবের সদস্য শশাঙ্ক বেড়া জানান আমাদের তেগোরী শীতলা মাতা ক্লাবের পরিচালনায় এবারে পূজো ২৩ তম বর্ষে পদার্পণ করেছে পয়লা বৈশাখ থেকে ৬ বৈশাখ পর্যন্ত আমাদের এই পূজার অনুষ্ঠান চলবে । আগামীকাল রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।