ফের রামসাই এলাকা থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা। বুধবার রামসাই গ্রাম পঞ্চায়েতের বারোহাতি এলাকায় স্থানীয়রা দেখতে পায় এদিন একটি বিশাল আকারের কিং কোবরা একটি দারাস সাপকে গিলে খাচ্ছিল। এরপর তারা খবর দেয় ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বুধবার বিকেল পাঁচটা নাগাদ পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য নন্দুকুমার রায় জানায় আজ রামশাই বারোহাতি এলাকায় রতন সেনের বাড়ির পিছনে একটি কিং কোবরা সাপ অন্য একটি সাপকে