রানিনগর ১: সীতানগর গ্রামে, টোটো নিয়ন্ত্রণ হারিয়ে আহত টোটো চালক
আজ রাতে সীতানগর গ্রামে টোটন নিয়ন্ত্রণ হারিয়ে আহত টোটো চালক জানেক গোয়াস বাজারের দিক থেকে গোধনপাড়া বাজারের পথে আসছিলেন সে মতো অবস্থায় সেতারা গ্রামে টোটো উল্টো আহত হন স্থানীয় লোকজনের তৎপরতায় উদ্ধার করে নিয়ে আসা হয় গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য সেখানে কর্তব্যরত চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করার পর অবস্থা স্থানান্তর করেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বলে জানা গিয়েছে