রায়না ১: রায়না থানার গোপালপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি গলসির খানো গ্রাম চলে গিয়ে বিষ খেয়ে আত্মঘাতী মহিলা
রায়না থানার গোপালপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি গলসির খানো গ্রাম চলে গিয়ে বিষ খেয়ে আত্মঘাতী মহিলা। মৃত মহিলার নাম টুম্পা মালিক (৩০) কালী পুজোতে তার স্বামী বাড়ির রায়না থানার গোপালপুরে ঝগড়া করে বাপের বাড়ি চলে যায় সে আর সেখানেই গত বৃহস্পতিবার সে বিষপান করে ফেলে। বিষ খাওয়ার কথা জানতে পেরে বাপের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা চলাকালীন গতকাল দুপুরে তার মৃত্যু হয়।