সিউড়ি ১: তৃণমূলের মঞ্চ থেকেই BLO দেরকে হুমকি দিতে শোনা গেল ১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের মুখে
রবিবার দিন সিউড়ি হাটজন বাজারে SIR নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানেই বক্তব্য রাখার সময় BLO দেরকে হুমকি দিতে শোনা গেল ১৮ নাম্বার ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কাউন্সিলর পিংকি দাসের স্বামী পবিত্র দাস কে।