পূর্ব মেদিনীপুর জেলা টু অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেস এর ডাকে এগরা শহরে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমুকট বাতিল সহ একাধিক দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয় |এই কর্মসূচি রঙ্গ হিসেবে সভা শুরুতে সমকো টাইম ও জিরামজি আইনের কপি পোড়ানো হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলীয় রাজ্য চেয়ারম্যান মানষ ব্যানার্জি জেলা চেয়ারম্যান সাধন কান্তি উদাসিনী প্রাক্তন সভাপতি মানষ কর মহাপাত্র কাউন্সিলর নির্মল কুমার সিট সহ অন্যান্য নেতৃত্বরা