গোসাবা: সরকারি কর্মীদের গাছে বেঁধে রাখার নিদান বিধায়ক শ্যামল মন্ডলের পাল্টা গোসাবায় বিধায়ককে কটাক্ষ সাংগঠনিক জেলা BJPর মুখপাত্র
সরকারি কর্মীদের গাছে বেঁধে রাখার নিদান বিধায়ক শ্যামল মন্ডলের পাল্টা গোসাবায় বিধায়ককে কটাক্ষ করলেন সাংগঠনিক জেলা BJPর মুখপাত্র শুক্রবার রাত ১১টায়।SIR করতে এসে ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে বেঁধে রাখার হুমকি সরকারি কর্মীদের। বাংলায় SIR এর নামে NRC করলে বা বিহারের মত বৈধ ভোটারদের নাম বাদ দিলে বাংলায় রক্তগঙ্গা বইবে বলেও হুঁশিয়ারি দিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল এদিন এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বাসন্তীর সোনাখালীতে।