দাসপুর ২: দাসপুরের জয়ন্তী জুয়েলার্সের মালিক কে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ, চুরির সোনা কেনার অভিযোগে পুলিশ সূত্রে খবর
দাসপুরের জয়ন্তী জুয়েলার্সের মালিক কে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুজোর সময় তমলুকে ডাকাতি কেসের সোনা কিনে জয়ন্তী জুয়েলার্সের মালিক দেবাশীষ তমলুকে সোনার দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৪ উত্তরপ্রদেশ থেকে পেশাদার অপরাধী ভাড়া করে তমলুক থানার মিলননগরে সোনার দোকানে প্রায় ৫০লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছিল।