দাসপুর ২: উদ্ধার হল দুই ভাইয়ের নিথর দেহ দাসপুরে
রঞ্জু বেরা এবং সঞ্জু বেরা উদ্ধার হল দুই ভাইয়ের নিথর দেহ দাসপুর ২ নম্বর ব্লকের জোত ঘনশ্যাম গ্রামের ঘটনা, দুই ভাই স্নান করতে নামে খালের জলে আর সেখানেই তলিয়ে যায় দীর্ঘ ২৪ ঘন্টা তল্লাশির পরে উদ্ধার হল নিথর দেহ। এনডিআরএফ এর টি উদ্ধারকার যে হাত লাগায় পুজোতে এলাকায় শোকের ছায়া দুই ভাইয়ের মৃত্যুতে। ঘটনা আসলে দাসপুর থানা পুলিশ দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে।