দাসপুর ২: দাসপুর ২ নম্বর ব্লকের জোতঘনশ্যাম গ্রামের খালের জলে দুই ভাই স্নান করতে নেমে নিখোঁজ
দাসপুর ২ নম্বর ব্লকের জোথ ঘনশ্যাম গ্রামের ঘটনা যেখানে জানা যাচ্ছে দুই ভাই স্নান করতে নামে খালের জলে সেখানে তলিয়ে যায় দুই ভাই তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছায় এলাকার মানুষজন তাদেরকে উদ্ধারকার্যে হাত না লাগায় যদিও এখনো পর্যন্ত তাদের দুজনের কারোর খোঁজ পাওয়া যায়নি এলাকায়। শোকের ছায়া।