মুরারই ১: BLO -দের নিয়ে বিশেষ বৈঠক, উপস্থিত BDO ও জয়েন্ট BDO
আজ তিন ডিসেম্বর বুধবার দুপুরের দিকে মুরারই ব্লক সভা কক্ষে , মুরারই এক ব্লকের সমস্ত BLO দের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, মুরারই একের BDO বীরেন্দ্র অধিকারী ও জয়েন্ট BDO হাসানুজ্জামান শেখ। এদিনের বৈঠকে BLO দের সঙ্গে SIR নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।