গণতন্ত্রের উৎসবে যোগ দিন নিজের ভোট নিজে দিন পছন্দের প্রার্থীকে ভোট দিন নির্ভয়ে ভালোবেসে ভোট দিন বহুরূপী খানাকুলের মাজপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায় চাপাডাঙ্গা সহ তারকেশ্বরের পদ্মপুকুর চাউলপট্টি সহ একাধিক এলাকায় তিনি ভোটকে সামনে রেখে জনসাধারণের কাছে প্রচার চালান এ বিষয়ে দেবাশীষ বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন আমরা বিস্তারিত শুনবো ।