খানাকুল ২: খানাকুলের জগৎপুর এলাকায় CPI(M)এর দেওয়াল লিখনের উপর পোস্টার মারার অভিযোগ উঠলBJP-র বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার BJP-র।
খানাকুলের জগৎপুর এলাকায় CPI(M)এর দেওয়াল লিখনের উপর পোস্টার মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপি তরফ থেকে অভিযোগ অস্বীকার। এদিন দুপুরে খানাকুলের জগৎপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।