খানাকুল ২: BDO-র IDপাসওয়ার্ড অপব্যবহার করে লক্ষীর ভান্ডারের টাকাআত্মসাৎ এর অভিযোগে হরকুলি থেকে গ্রেপ্তার তিন ব্যক্তি।
BDO-রID পাসওয়ার্ড অপব্যবহার করে লক্ষীর ভান্ডারে টাকা আত্মসাৎ করার অভিযোগে হরকুলি থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করলে খানাকুল থানা পুলিশ। গত ইংরেজি ১০ইএপ্রিল তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করলে আদালতের নির্দেশে দশ দিনের পুলিশি হেফাজতের পর আজ শনিবার সকালে আবারোধৃত তিন ব্যক্তিকে আরামবাগ মহাকুম আদতে পেশ করল খানাকুল থানার পুলিশ।