খানাকুল ২: খানাকুলের মাড়োখানা এলাকায় সাইকেলে ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক যুবক।
খানাকুলের মাড়োখানা এলাকায় সাইকেল ও বাইকেরমুখোমুখি সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম এক যুবক, এদিন সন্ধ্যায় ঐ যুবক টিউশন পড়ে বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে বাইকের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হন ঐ যুবক বলে জানা যায়। চিকিৎসার জন্য খানাকুল গ্রামীণ হাস্পাতালের নিয়ে যায় স্থানীয়রা।অবস্থার অবনতিতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে।