পাঁশকুড়া: আজ মেচগ্রামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে উপস্থিত ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান
মেচগ্রামে TMC-র নির্বাচনী কার্যালয়ে আজ উপস্থিত ঘাটাল লোকসভা কেন্দ্রের TMC-র চেয়ারম্যান।ঘাটাল লোকসভা কেন্দ্রের নেতৃত্বরা ইতিমধ্যেই একাধিকবার দলীয় বৈঠক করেছেন এই নির্বাচনী কার্যালয়ে।,আজ ঘাটাল লোকসভা কেন্দ্রের TMC-র চেয়ারম্যান আশীষ হুতাইত,তিনি বলেন মেচগ্রাম এলাকাটি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রায় মাঝামাঝি,একদিকে কেশপুর, ঘাটাল, অন্যদিকে সবং, ডেবরা ,পিংলা, তাই মেচগ্রামে নির্বাচনী কার্যালয় হওয়ায় সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি করতে সুবিধা হবে।