বাইকের ধাক্কায় মৃত্যু হল এক দিনমজুরের ঘটনাটি ঘটেছে নাইটা মালপাহাড়পুর পঞ্চায়েতের আকর গড়িয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় লরিতে আলু লোড করার সময় পিছন থেকে একটি বাইক এসে ৫৩ বছরের স্বপন মাঝি নামে এক দিনমজুরকে ধাক্কা মারে। গুরুতর যখন অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে রাতে আরামবাগে স্থানান্তরিত করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।