ভাঙড় ১: 'কেউ বলছে মুসলিমরা এক হও কেউ বলছে হিন্দুরা এক হও'ISF ও BJP কে তুলোধোনা শওকত মোল্লার
আজ অর্থাৎ শনিবার দুপুর দুটো বেজে ৩০ মিনিট নাগাদ ভাঙ্গড়ের তাড়দহ অঞ্চলের তৃণমূলের বিশেষ সাংগাঠনিক সভার আয়োজন করা হয়।যেখানে শুভেন্দু ও নওশাদ সিদ্দিকী কে ধর্মবিভাজনের রাজনীতি করার তকমা লাগালেন শওকত মোল্লা। বাদ গেল না প্রধান মন্ত্রীও। নোট বন্দি, ওয়াকফ আইন,CAA এবং SIR এর মতো বিষয়গুলিকে উত্থাপন করে একের পর এক প্রতিবাদ করতে শোনা যায় এ দিন।