গাজোল: রসিক পুর ৮১নং জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ১ টোটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারার জেরে গুরুতর জখম হয় ২
Gazole, Maldah | Nov 1, 2025 দাঁড়িয়ে থাকা লড়ি কে ধাক্কা মারলো একটি টোটো। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শনিবার রাত্রি ৯ টা নাগাদ গাজোলের রসিক পুর ৮১ নং জাতীয় সড়ক এলাকায়।স্থানীয় সূত্র জানা গেছে রসিক পুর ৮১ নং জাতীয় সড়ক এলাকায় ১ টি লরি দাঁড়িয়েছিল আলালের দিক থেকে একটি টোটো চালক ২ জোন টোটো চালিয়ে গাজোলের অভিমুখে আসার সমায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো টি গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ঘটনাস্থলে দুইজন গুরুতর আহত হয় এরপর স্থানীয় বাসিন্দারা ওই দুজনকে উদ্ধার করে গা