বাসন্তী: বাসন্তীর সোনাখালি গ্রামীণ মেলা আয়োজিত হল,রাতে মেলায় ভিড় মানুষের। নাগরদোলা এবং খাবার স্টল।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা উত্তর রামচন্দ্র খালি গ্রাম পঞ্চায়েতে সোনাখালি গ্রামীণ মেলা আয়োজিত হল। পরিচালনায় আমরা কজন দু'বছরের পদার্পণ করল। সন্ধ্যায় থেকে মেলায় ভিড় হয়। মেলায় বসেছে বিভিন্ন খাবারের দোকান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল সন্ধ্যায় সাতটার সময় সেই ছবি দেখছেন পাবলিক ক্যামেরায়।