ঘাটাল: ফের বন্যা পরিস্থিতি চন্দ্রকোনা ঘাটাল সহ একাধিক পার্শ্ববর্তী গ্রামগুলিতে
পুজো রেস্ট কাটতে না কাটতেই ফের বন্যার ভূকটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা দাসপুর সহ বিস্তীর্ণ এলাকার জুড়ে প্রশাসনের পক্ষ থেকে শুরু হল মাইকের মাধ্যমে সতর্কতা প্রচার। প্রসঙ্গত নিম্নচাপে যারা টানা কয়েকদিনের বৃষ্টি পাওয়াতে এবং একই সাথে জলধার গুলি থেকে হঠাৎ করেই ছাড়া বিপুল পরিমাণ জলের কারণে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়।