ধূপগুড়ি: ধূপগুড়ির নীরেঞ্জনপাঠ এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার
ধূপগুড়ির মাগুরমারী-১ নং গ্রাম পঞ্চায়েত নীরেঞ্জনপাঠ তেপতি এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম জোগেন রায় (৬৫)। সোমবার বিকেলে নাগাদ তার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিসকে। পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । পরিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।