ধূপগুড়ি: ধূপগুড়ির বারোঘরিয়া এলাকায় ঝিনুক কুড়াতে গিয়ে মৃত্যু হল এক যুবকের
ঝিনুক কুড়াতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝুমুর নদীতে।মৃত যুবকের নাম রাজকুমার রায়, বয়স ২৫ বছর। মৃত যুবক ধূপগুড়ি মহকুমার বারঘরিয়া গ্ৰাম পঞ্চায়েতের দাম বাড়ি এলাকার বাসিন্দা।জানা গিয়েছে, এদিন দুপুরে এলাকার কয়েকজন মিলে দামবাড়ি এলাকায় ঝুমুর নদীতে ঝিনুক তুলতে যায়। সেসময় ঝিনুক তুলতে গিয়ে হঠাৎ রাজকুমার রায় নদীতে তলিয়ে যায়।