কুমারগ্রাম: মাঝেরডাবরি এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার
শুক্রবার মাঝেরডাবরি এলাকায় বাড়ি থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম সর্বেশ্বর বর্মন, বয়স ৬২। এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে। সকালের দিকে বাড়ির লোকজন সর্বেশ্বর বর্মনকে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে ওই বাড়িতে আসে বারবিশা ফাঁড়ির পুলিশ। পুলিশ সবদিক খতিয়ে দেখে ঝুলন্ত দেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।