কুমারগ্রাম: কুমারগ্রাম চা-বাগানে মোদির জনসভার জন্য ভাড়া নেওয়া বাস থেকে পড়ে গিয়ে বাসের কন্ডাক্টরের মৃত্যু
কুমারগ্রাম চা-বাগানে বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু হল বাসের কন্ডাক্টরের। মৃতের নাম গণেশচন্দ্র পাল(৫৪)। তিনি দক্ষিণ চেংমারি গ্রামের বাসিন্দা। শুক্রবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন মৃতের ছেলে পিযূষ পাল। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর জনসভার গণেশচন্দ্র পাল যেই বাসের কন্ডাক্টর সেই বাসটি ভাড়া নেওয়া হয়েছিল। কুমারগ্রাম চা-বাগানে আলিপুরদুয়ার যাওয়ার সময় বাস থেকে আচমকাই পড়ে যান গণেশবাবু।